খুলনায় দশদিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এসময় নবী মোল্ল্যা (২৯) ও আব্দুল কবির (২১) নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। শনিবার নগরীর ফরাজিপাড়া ফুলমার্কেট এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
নগরীর লবনচরা মোহাম্মদনগর থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল।
জানা যায়, অভিযোগ পেয়ে র্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ-জামান এবং এএসপি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালাতে চেষ্টা করে। এসময় নবী মোল্ল্যা ও আব্দুল কবিরকে গ্রেফতার করা হয়। তারা নগরীর গ্রিনল্যান্ড আবাসন এলাকার গফুর মোল্ল্যার ছেলে। তাদেরকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক