ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘জনবিচ্ছিন্ন’ সরকার আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে জনগণের দুঃখ-দুর্দশা ও কষ্ট বুঝতে পারে না। আর সে কারণেই বিদ্যুত ও পানির দাম বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, “তারা এমন পর্যায়ে চলে গেছে যে তাদের (আওয়ামী লীগ) লোকজনের ঘর থেকে, গোডাউন থেকে হাজার হাজার, শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ব্যথা-বেদনা ও কষ্ট বোঝার শক্তিও নেই।”
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে রবিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিডি প্রতিদিন/কালাম