বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। রবিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৫ এপ্রিল ধার্য করেন। আদালতের পেশকার তৌহিদুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন