কক্সবাজারের পেকুয়ায় দু’টি দেশীয় তৈরি বন্দুকসহ (এলজি) হাফেজ আব্দুল জলিল (৩১) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। রবিবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটকের পর স্বীকারোক্তি মতে নিজ বাড়ি থেকে দু’টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করে র্যাব। আটক আব্দুল জলিল মিয়ারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় র্যাব সদস্য দুলাল হোসেন বাদী হয়ে পেকুয়া থানায় দুইভাইকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
পেকুয়া থানা পুলিশ জানায়, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের র্যাব-৭ এর একটি দল পেকুয়ার রাজাখালী ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল জলিলকে আটক করে। এ সময় তার দেয়া তথ্যমতে জলিলের বাড়ি থেকে দু’টি অস্ত্র উদ্ধার করা হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানায়, আটক ব্যক্তিসহ দুই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আসামি আব্দুল জলিলের বড় ভাই আব্দুল মাবুদকে (৩৪) আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক