বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত। আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক।
রবিবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ ফেব্রুয়ারিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ঘটনায় বিএনপির ৬৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করে পুলিশ। এ মামলায় আমিনুল ইসলামসহ ৩০ জন হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব