শিরোনাম
- রিমান্ড শেষে কারাগারে মমতাজ
- বস্তাবন্দি কুকুরের লাশ উদ্ধারে তোলপাড়, শত শত মানুষের ভিড়
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা মাউশির
- দক্ষিণাঞ্চলের ৩০ অস্বচ্ছল নারীকে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন উপহার
- অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনে ফেরত পাঠানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিয়ের রাতে স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে পালালেন নববধূ
- সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার
- গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
- ভালুকায় বিডার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
- কালবৈশাখী ঝড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- বনরক্ষীদের ওপর হামলা বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
- রংপুরে ৫ দফা দাবিতে মউশিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
- শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন
- পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্যপাচারের অভিযোগে ভারতে শিক্ষার্থী গ্রেফতার
- জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের
- কুমিল্লায় আন্তঃকলেজ ব্যাডমিন্টন উৎসবে ২৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
- ট্রাম্পের ‘বিশাল-সুন্দর’ কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান
- যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্রেডিট রেটিং কেড়ে নিল মুডিজ
- বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার
রাজশাহীতে নৌকাডুবি মৃতের সংখ্যা বেড়ে ৬, এখনও নিখোঁজ ৩
তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শনিবার আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মনি বেগম (৪৫), রতন, এখলাস উদ্দিন. রশ্নি ও শামীম। মনি বেগম নিখোঁজ কনের চাচী আর রশ্নি হলো শামীমের কন্যা। এ নিয়ে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়ালো। বিকালে উদ্ধার হওয়া রশ্নি ও শামীমকে এক জায়গাতে পাওয়া যায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শামীম তার শিশুকন্যাকে জড়িয়ে ধরেছিলেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আর তিনজন। তারা হলেন কনে সুইটি খাতুন (২০), কনের খালা আঁখি ও কনের ফুপাতো বোনের মেয়ে রুবাইয়া।
নিখোঁজদের খুঁজতে রাজশাহীর পদ্মা নদীতে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে চারটি উদ্ধারকারী ইউনিট। এর মধ্যে রাজশাহী সদর ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি রংপুর থেকে আসা একটি, বিআইডব্লিউটিএর একটি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ইউনিট নদীতে কাজ করছে।
নৌকাডুবির ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলে। পরে মধ্যরাতে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে মোট চারটি ইউনিট আবার উদ্ধার অভিযানে নামে। এর মধ্যে রাজশাহীর চারঘাটের ইউসুফপুর সীমান্তে পদ্মা নদী থেকে বোরকা পরা অবস্থায় মনি বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে বিজিবির টহল দল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে এখলাস (৩৬) নামের একজনের মরদেহ উদ্ধার করে। দুপুরে উদ্ধার করা হয় রতন নামের আরেকজনের মরদেহ। বিকালে উদ্ধার করা হয় রশ্নি ও শামীমের মরদেহ।
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন জানান, শুক্রবার রাতে এ ঘটনায় ২৪ জন নিখোঁজ ছিলেন। তবে রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্নভাবে বেঁচে ফিরেছেন আরও ১৭ জন। শনিবার ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাই এখন তিনজন নিখোঁজ আছেন।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-পরিচালক আবদুর রশীদ জানান, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। রাজশাহী, রংপুর ও বিআইডব্লিউটিএর তিনটি ইউনিট এবং বিজিবির একটি ইউনিট যৌথভাবে পদ্মায় উদ্ধার অভিযান চালায়।
তিনি আরও বলেন, মানুষ পানিতে ডুবলে সাধারণত ৩৬ ঘণ্টা পর ভেসে উঠতে শুরু করে। এজন্য নৌ পুলিশ, মহানগর পুলিশ, জেলা পুলিশ এবং বিজিবি সদস্যরা রাজশাহীর শ্রীরামপুর এলাকা থেকে শুরু করে পদ্মাপাড় ঘেঁষে প্রায় ২৫ কিলোমিটার দূরে থাকা চারঘাট উপজেলা পর্যন্ত নিখোঁজদের খোঁজে টহল দিচ্ছেন।
এদিকে, রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, পুলিশ, নৌ-পুলিশ থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়েছে ওই কমিটিতে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক হামিদুল হক সাংবাদিকেদের এই তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরই মধ্যে নিহতদের স্বজনদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। তারপর কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর