নিখোঁজ হওয়া পক্ষকাল ম্যাগাজিনের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চায় তার পরিবার।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি জানিয়ে তার ছেলে মনোরম পলক বলেন, আমার বাবার ১০ মার্চ দুপুর ৩টায় বাসা থেকে বের হয়। এরপর তার সাথে আর যোগাযোগ হয়নি আমাদের। আমাদের জানামতে বাবাকে কেউ কখনো হুমকি দেয়নি। কিন্তু তিনি কি কারণে এখন পর্যন্ত নিখোঁজ বুঝতে পারছিনা। এখন পর্যন্ত তিনি আমাদের ছাড়া কোথাও রাতে থাকেননি।
এসময় নিখোঁজ সাংবাদিকের স্ত্রীর জুলিয়া ফেরদৌসী বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয়।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন