করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। বুধবার দিনভর ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করে তারা।
এছাড়াও নিম্নবিত্ত ও দিনমজুরদের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও (চাল,ডাল,আলু) বিতরণ করে সংগঠনটি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন।
তিনি আরও জানান, ‘এই মূহুর্তে সবচেয়ে দুশ্চিন্তায় আছেন যারা দিন আনে দিন খায়। তাদের জীবনযাত্রা স্বাভাবিক এবং সমাজের অন্যান্য মানুষদের আরও সচেতন করতেই এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আর সে নির্দেশই আমরা বাস্তবায়ন করছি। যতদিন ক্রান্তিকালীন সময় থাকবে ছাত্রলীগও সাধারণ মানুষের পাশে থাকবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম