প্রকাশ্যে ধূমপান করায় সবার সামনে কানে ধরে উঠবস করতে হয়েছে দুই যুবককে। বুধবার (২৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে প্রকাশ্যেই ধূমপান করছিল দুই যুবক। অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে নগরীর রাস্তা এবং যানবাহনগুলোতে স্প্রের কাজে ব্যস্ত ছিলো র্যাব- ১১’র টিম। এমন অবস্থায় র্যাব তাদের দাঁড় করিয়ে প্রকাশ্যে ধূমপানের বিষয়ে জানতে যায়। র্যাবের সদস্যরা বলেন, যেখানে করোনা নিয়ে উদ্বিগ্ন মানুষ। এ ভাইরাস ক্রমসই মানুষের মাঝে সংস্পর্শের কারণে ছড়িয়ে পরছে সেখানে এভাবে প্রকাশ্যে ধূমপান করা কি ঠিক? জবাবে ধুমপায়ীরা কোন জবাব দিতে পারেনি। তাই শাস্তি হিসেবে প্রকাশ্যে ধূমপান করার কারণে তাদের প্রায় দশবার কানে ধরে উঠবস করানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আমরা এমনিতেই হিমসিম খাচ্ছি। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সকলকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল