৩ এপ্রিল, ২০২০ ১৯:৫৬

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪১ জনকে জরিমানা

বরিশালে করোনা মোকাবিলায় সরকারি নির্দেশ অমান্য করায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত ৪১ জনকে ৪৩ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল, সাগরদী বাজার এবং নবগ্রাম রোড চৌমাথাসহ বিভিন্ন এলাকায় এই অভিযানে ২টি মাইক্রোবাস এবং ২টি পিকআপ আটক করা হয়। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫ জন যাত্রী নিয়ে ঢাকা রওয়ানা দেওয়ার আগ মুহূর্তে চালকসহ ২টি মাইক্রোবাস আটক করেন সেনা সদস্যরা। এ সময় সরকারি নির্দেশ অমান্য এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। 

অপরদিকে নগরীর সাগরদী এলাকায় তিনটি হার্ডওয়্যারের দোকান খোলা রাখায় ৩ জনকে ১২ হাজার টাকা এবং নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায় পিকাপে করে যাত্রী পরিবহনের অভিযোগে চালকসহ মোট ২৩ জন আরোহীকে ১৬ হাজার ৯শ টাকা করে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত। 

করোনাভাইরাস থেকে জনগনকে রক্ষার জন্য সরকারের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. জিয়াউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরীসহ সর্বত্র জোর টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশ। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর