৪ এপ্রিল, ২০২০ ০২:৩২

সিদ্ধিরগঞ্জে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ও বাড়িওয়ালাসহ ৯টি পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এ নির্দেশ দেয়া হয়।

জানা যায়, এ বাড়ির একজন নারী যিনি বাড়িওয়ালা তিনি বন্দরে করোনার মৃত নারীকে গোসল করিয়েছিলেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, এলাকাবাসীর সূত্রে জানতে পেরে আমরা পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। পরবর্তীতে সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ায় আমরা আপাতত সেখানে গিয়ে ৯টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) রুবেল হাওলাদার  জানান, পাঠানটুলী এলাকায় ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের নিজেদের স্বার্থে ও এলাকাবাসীর স্বার্থে এ নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর