শিরোনাম
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সামাজিক দূরত্ব মেনে ১২০০ মানুষকে খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। তবে সরকারি নির্দেশনা মতো সামাজিক দূরত্ব বজায় থাকছে কমই। এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহীর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সরকার গ্রুপ। রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন এই গ্রুপ শনিবার সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রায় ১ হাজার ২০০ নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সকালে প্রথমে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় গ্রুপের সরকার কোল্ড স্টোরেজে ৬০০ নারী-পুরুষের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরকার গ্রুপের পরিচালক আহসান উদ্দিন সরকার জিকো এর উদ্বোধন করেন। এ সময় সরকার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রুহুল আমিন ও সহকারী ব্যবস্থাপক আবু তাহেরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বিকালে পবার বড়গাছিতে সরকার গ্রুপের রাজ কোল্ড স্টোরেজে আরও ৬০০ নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরকার গ্রুপের পরিচালক আহসান উদ্দিন সরকার জিকো এলাকার অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় রাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সৈয়দ আবদুল মুনিম কাজল, সহকারী ব্যবস্থাপক আফজাল হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, পুলিশের সহায়তায় দুটি কোল্ড স্টোরেজের প্রধান ফটকেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে সহায়তা নিতে আসা নারী-পুরুষকে ভিতরে ঢোকানো হয়। সেখানেই তাদের হাতে হাতে দেওয়া হয় টোকেন। এই টোকেন নিয়ে গিয়ে তারা কোল্ড স্টোরেজের ভিতরে টিনের ছাউনির নিচে গিয়ে বসেন। সেখানে আগে থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে বৃত্ত এঁকে রাখা হয়েছিল। পরে সামনের সারি থেকে তাদের কাছে গিয়ে সহায়তার ব্যাগ দেওয়া হয়। এখানেও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে থাকে পুলিশ। পরে সুশৃঙ্খলভাবেই বেরিয়ে যান খাদ্য সহায়তাপ্রাপ্তরা।
এ বিষয়ে সরকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, তার উদ্যোগেই এলাকার অসহায় মানুষের মাঝে চার কেজি করে চাল, এক কেজি ডাল ও দুই কেজি করে আলু বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগে থেকেই বৃত্ত এঁকে দেয়া হয়েছিল। ফলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর