করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর মামলায় গ্রেফতার আইনজীবী আবু বকর সিদ্দীকির একদিন রিমান্ড মনঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার করে আসামিকে আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার সিআইডির সাইবার পুলিশের একটি দল ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আবু বকর সিদ্দীকিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে। পেশায় আইনজীবী অ্যাডভাকেট আবু বকর ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, আসামি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, পুলিশের পুরোনো একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। সেই সঙ্গে আরও অনেক মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছেন। এসব ঘটনায় রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে মামলা করে পুলিশ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ