আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ইউটিউবে গুজব ছড়ানোয় খুলনায় রুহুল আমিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান এ তথ্য জানান।
জানা যায়, করোনাভাইরাস নিয়ে সেতুমন্ত্রীকে জড়িয়ে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে রুহুল আমিন নিজের তৈরি করা ইউটিউব চ্যানেলে প্রচার করে। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণার ত্রাণ বিতরণ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাইকগাছা থেকে উত্তীয় দেবনাথ (২৮) নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী জানান, ভয়েস অব পাইকগাছা নামের ফেসবুক পেইজে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল