বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে আহ্বায়ক করে ২৪ সদস্যের খুলনা বিভাগীয় ‘করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি’র জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’র কেন্দ্রীয় আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, কুষ্টিয়া জেলা সভাপতি মেহেদী আহমেদ রুমী, সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, খুলনা জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যশোরের আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, মেহেরপুর জেলা সভাপতি মাসুদ অরুন, চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান, ঝিনাইদহের আহ্বায় এ্যাড. এসএম মশিউর রহমান, সাতক্ষীরার আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, মাগুরার আহ্বায়ক আলী আহম্মদ, নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাগেরহাটের এটিএম আকরাম হোসেন তালিম, যশোরের সদস্য সচিব এ্যাড. সাবেরুল ইসলাম সাবু, ঝিনাইদহের সদস্য সচিব এসএম মজিদ, চুয়াডাঙ্গার ওয়হেদুজ্জামান বুলা, খুলনার আমীর এজাজ খান, মেহেরপুরের আমজাদ হোসেন, মাগুরার আখতার হোসেন, বাগেরহাটের শেখ মোজাফ্ফর আলম, নড়াইলের মো. মনিরুল ইসলাম ও সাতক্ষীরার আব্দুল আলীম।
বিডি প্রতিদিন/হিমেল