গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে রাকিব (১৬) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছ। নিহত রাকিব বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো গ্রামের ফরহাদের ছেলে। সে জামালপুর আর এম বিদ্যাপীঠ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বুধবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশের বিলে খড় আনতে যায় রাকিব। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়ে বিলে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান জানান, বিকাল ৫টার দিকে রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত