রাজধানীর খিলগাঁওয়ে আবুল বাশার তালুকদার (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম হোতা শফিকুল ইসলাম শফিক (২৫) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব-৩)। আটক হওয়া শফিকুল ইসলাম শফিক এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার দিবাগত রাতে খিলগাঁও রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, খিলগাঁও এবং রামপুরা এলাকায় অবৈধ ইট, বালুর ব্যবসা এবং মাদকের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিলো। নিহত আবুল বাশার তালুকদার খিলগাঁও ও রামপুরা থানা এলাকায় ইট ও বালু সরবরাহের ঠিকাদারি করতেন। ইট, বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাইফুল গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবুল বাশার গ্রুপ। এরই পরিপ্রেক্ষিত এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এএসপি সুজয় সরকার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন