সরকারী ত্রাণ বিতরণে অনিয়ম দূর করা, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুসহ বেশ কিছু দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পাটি বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুক তমাল ও ছাত্র মৈত্রী জেলা সভাপতি মিন্টু দে, শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল