ঈদের আগে পাওনা বেতন, বোনাস ও ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন করেছে উওরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থকর্মীরা।
রাজধানীর উত্তরায় হাসপাতালের সামনে মঙ্গলবার এই মানববন্ধনে অংশ নেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডক্টর অ্যান্ড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মারুফ বিন হাবিব বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে কর্মরত চিকিৎসকসহ অনান্যদের বকেয়া বেতন, ঈদের বোনাস ও প্রাপ্ত অনান্য ভাতা দিচ্ছে না। অনেক ডাক্তার ও কমকর্তা কর্মচারী এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেও কর্তৃপক্ষ তাদের কোন খোঁজ খবর রাখছে না। এজন্য সাংবাদিক সম্মেলনে এ বক্তারা বকেয়া পাওনাসহ ঈদ বোনাস না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। তারা বকেয়া ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দ্রুত পরিশোধ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরাফাত