ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ উপলক্ষে যাত্রাবাড়ীর কাজলায় ৬০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। আজ বুধবার দুপুরে ঈদ সামগ্রী বিতরণের সময় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে নির্মল রন্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী'র সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৬ কোটি অসহায় ও নিম্ন আয়ের মানুষ ত্রাণ সহযোগিতা পাচ্ছেন। সরকারের এই কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের মাঝে ত্রাণ সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। ফলে সারাদেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুঃখ-দুর্দশা অনেকটা কমে গেছে।
তিনি আরও বলেন, এই মহাদুর্যোগকালীন মুহূর্তে অসহায় মানুষের পাশে আছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ অসহায় মানুষের পাশে থাকবে।
বিশেষ অতিথি আফজালুর রহমান বাবু বলেন, আমরা অসহায় মানুষকে ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা দিচ্ছি, সংগঠনের নেতাকর্মীদের জন্য এটা একটা বার্তা, এই কার্যক্রম বিভিন্ন জেলার নেতৃবৃন্দ দেখছেন এবং তারাও উৎসাহিত হচ্ছেন। সরকারের সহযোগিতা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ তাদের নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ দিচ্ছে, ধান কেটে কৃষকের সহযোগিতা করছে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও টেলি হেলথ কল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে। আমাদের বক্তব্য হলো, আমরা দিচ্ছি, তোমরাও অল্প অল্প করে দাও। তাতে গোটাদেশের মানুষ কিছু না কিছু পাচ্ছে, উপকৃত হচ্ছে।
সভাপতির বক্তৃতায় রিপন বলেন, করোনাভাইরাসের মহাপ্রাদুর্ভাবে দেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলো আজ দিশেহারা, দিন দিন অসহায় হয়ে পড়েছে। আমার এই ক্ষুদ্র উদ্যোগের কারণে ৬০০ পরিবার কিছুটা হলেও উপকৃত হবেন। এর ফলে নগরের আমাদের অন্যান্য ইউনিটগুলো উৎসাহিত হবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে।
ত্রানকার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেন, নাফিউল করিম নাফা এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা