করোনা প্রাদুর্ভাবে কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে কর্মহীন ও অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে ছিল, চাল, ডাল, আলু, সেমাই, চিনি ও লবণ।
এর আগে দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই (২৩ মার্চ) অসহায় মানুষের পাশে ছিলেন তিনি। সকালে কামরুল আহসান সরকার রাসেলের বাসভবন ভোগড়া এলাকা থেকে নিজ উদ্যোগে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে পঞ্চম ধাপে ৬ হাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় প্রত্যেক ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আরও আট হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন তিনি।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, করোনাভাইরাসের কারণে অনেকেই কর্মহীন হয়ে পরেছেন। এমনকি অনেক মধ্যবিত্ত পরিবার মুখ খুলে বলতে পারেন না। তাদের মাঝেই প্রথম থেকেই খাদ্যদ্রব্য উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে। সকালে প্রতিটা ওয়ার্ডে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরই মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর পাশে আমরাও রয়েছি। দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না।
বিডি প্রতিদিন/আরাফাত/তমাল