সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা রোডে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। করোনাকালীন এই সংকটে ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে আজ শনিবার কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবী। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
নবীউল্লাহ নবী বলেন, আজ জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমরা দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা দুর্যোগে সৃষ্ট সংকটে এখনো মানুষ খুবই খারাপ সময় পার করছে। সবার উচিৎ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো। কেননা গোটা দেশ এখন বিপর্যস্ত, জাতির এই সংকটময় মুহূর্তে জনগণের দল হিসেবে বিএনপিও কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল, এখনো আছে।
উল্লেখ্য, করোনাভাইরাসকালীন এই দুর্যোগের শুরু থেকেই রাজধানীর অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপি এর অঙ্গ সংগঠন।
বিডি-প্রতিদিন/শফিক