৫ জুন, ২০২০ ২১:১৯

এমপি এনামুলের সম্মানহানির অভিযোগে নারীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এমপি এনামুলের সম্মানহানির অভিযোগে নারীর নামে মামলা

এনামুল হক ও আয়েশা আক্তার লিজা (সংগৃহীত ছবি)

রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'অপপ্রচারে'র অভিযোগে মামলা হয়েছে। এমপির পক্ষে মামলাটি করেছেন তার একান্ত সহকারী ও বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে এমপি এনামুল হকের নামে প্রতারণার অভিযোগ তোলেন। এ কারণে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। মামলাটি হয় রাজশাহীর বাগমারা থানায়।   

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর সাংসদ এনামুল হকের পক্ষে তথ্যপ্রযুক্তি আইনে ও চাঁদা দাবির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন তার একান্ত সহকারী আসাদুজ্জামান আসাদ। এতে আসামি করা হয়েছে এনামুল হকের তালাক দেয়া দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজাকে। 

মামলায় বলা হয়েছে, আয়েশা আক্তার লিজাকে তালাক দেওয়ার পর তিনি এমপি এনামুল হকের কাছে নিজের ব্যাংক লোনের এক কোটি টাকা পরিশোধের জন্য চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে এমপি এনামুল হকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুন্ন করেছেন।

পুলিশ লিজাকে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান বাগমারা থানার ওসি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর