কুমিল্লায় বৃহস্পতিবার করোনাভাইরাসে দু'জনের মৃত্যু হয়েছে। ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩০জন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার কুমিল্লা নগরীতে সাতজন, চৌদ্দগ্রামে ১৪ জন, আদর্শ সদরে পাঁচজন এবং বুড়িচংয়ে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লা থেকে মোট ১৩ হাজার ৩৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ২৫৭ জনের। এদিন আদর্শ সদরে চারজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৫ জন। এদিন কুমিল্লা নগরী ও মুরাদনগর উপজেলায় দুইজন মারা যান। জেলায় মোট মারা যান ৪৮ জন।
বিডি প্রতিদিন/আরাফাত