ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে সাদিকুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ফুলপুর উপজেলার বাসিন্দা।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নগরীর এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. একেএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় ওই যুবক জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে এস.কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে, শনিবার মমেক ল্যাবে তা পরীক্ষা করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত