ময়মনসিংহ বিভাগে আজ আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৫১ জন, নেত্রকোনা জেলায় ৩ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ২১ জন।
সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৫২ জনের মধ্যে মচিমহা ১৫ জন, সদর-৪ জন, ফুলপুর-১০ জন, ত্রিশাল-৫ জন, ভালুকা-১২ জন, নান্দাইল-২ জন, ফুলাবাড়িয়া-৩ জন ও মুক্তাগাছা-১ জন।
নেত্রকোনা জেলার সদর-২ জন ও কেন্দুয়া-১ জন।
জামালপুর জেলার সদর-১০ জন, দেওয়ানগঞ্জ-৫ জন, ইসলামপুর-২ জন, মেলান্দহ-৩ জন, মাদারগঞ্জ-১ জন।
শেরপুর জেলায় সদর-৩ জন, ঝিনাইগাতি-৪ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৭৯০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৯০২ জন, জামালপুর জেলায় ৪০৬ জন, নেত্রকোনা জেলায় ৩২২ জন এবং শেরপুর জেলায় ১৬০ জন।
শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৬৬০ জন।
বিভাগে সর্বমোট মারা গেছেন ১৮ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।
বিডি প্রতিদিন/আরাফাত