রাজধানীর কামরাঙ্গীরচরে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় দুইঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শুক্রবার রাতে রনি মার্কেটের বেজমেন্টে লাগা আগুন রাত ১ টা ৫০ মিনিটে নেভানো হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর রনি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে প্রাথমিকভাবে দুইটি ইউনিট ও পরে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট গিয়ে আগুন নেভায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন