এবারের জাতীয় বাজেটে শিক্ষাখাতে ৮ ভাগ, স্বাস্থ্য খাতে ৭ ভাগ, কৃষি খাতে ৭ ভাগ বরাদ্দসহ পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু ও শিক্ষার্থীদের এক বছরের সেমিস্টার ফি মওকুফ করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রমৈত্রী বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রমৈত্রী সভাপতি শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রমৈত্রী নেতা ইমরান নূর নিরব, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক ফিরোজ, কমরেড জাকির হোসেন, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মিন্টু দে, আল-মামুন রাব্বী ও সঞ্জয় কর্মকার প্রমুখ।
বক্তারা তাদের দাবিসমূহ মেনে নিয়ে চলতি বাজেটে শিক্ষাখাতে ৮ ভাগ, স্বাস্থ্য খাতে ৭ ভাগ, কৃষি খাতে ৭ ভাগ বরাদ্দসহ পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু ও শিক্ষার্থীদের এক বছরের সেমিস্টার ফি মওকুফের ঘোষণা দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/হিমেল