আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এক শোক বার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি মুক্তিসংগ্রামের এক অকুতোভয় সৈনিক ও উত্তরাঞ্চলের অভিভাবককে হারিয়েছে। তার এ ক্ষতি অপূরণীয়। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ