আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি শাহনেওয়াজ দুলাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি যৌথ শোক বিবৃতিতে বলেন, জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলবাসী একজন অভিভাবককে হারালেন। তাঁর পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিম অসামান্য অবদান রেখেছেন। পিতার মতোই তিনি ছিলেন আপোষহীন ও সাহসী।
শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিডি প্রতিদিন/ফারজানা