বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সাংবাদিকদের চিকিৎসাসেবা করতে ডিআরইউ সদস্যদের জন্য চালু হয়েছে টেলিমেডিসিন সেবা।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বেস্ট এইড ও ডিআরইউর মধ্যে এ নিয়ে চুক্তি সই হয়।
ডিআরইউর সাধারণ সম্পাদক জানান, সংগঠনটির সদস্যরা ঘরে বসেই টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকদের কাছ থেকে সার্বক্ষণিক সেবা নিতে পারবেন। প্রয়োজনে বাসায় গিয়েও দেয়া হবে চিকিৎসাসেবা।
চুক্তি সই অনুষ্ঠানে মৎস ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বেস্ট এইডের প্রধান উপদেষ্টা ডা. হাসান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম