১২ জুলাই, ২০২০ ১৮:২০

ডিএসসিসির যে ৫ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

অনলাইন ডেস্ক

ডিএসসিসির যে ৫ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। একইসঙ্গে উত্তর সিটির আদলেই দক্ষিণ সিটিতেও কোরবানির পশুর একটি ডিজিটাল হাট বসানো হবে। আজ রবিবার দুপুর ডিএসসিসির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে এ বছর ডিএসসিসির ১৩টি পশুর হাট বাতিল করা হয়েছে। করোনার বিস্তার রোধে কোরবানির হাট ঘিরে কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে এসব হাট বাতিল করা হয়েছে। 

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল পশুর হাট বসাবে বলেও জানান এই কর্মকর্তা।

চলতি বছর ডিএসসিসি এলাকায় যে ৫ স্থানে বসবে কোরবানির পশুর হাট : উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি স্থানে, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গায়, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় এবং আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ এলাকায়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর