১৪ জুলাই, ২০২০ ১৫:০৭

বরিশাল সরকারি শিশু পরিবারে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল সরকারি শিশু পরিবারে ঈদ উপহার

বরিশাল সরকারি শিশু পরিবার বালিকা উত্তর ও দক্ষিনের ২শ’ এবং দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৫ জন মেয়ে শিশুকে ঈদ পোষাক এবং হিজাব উপহার দেয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঈদ পোশাক এবং লেডিস ক্লাবের উদ্যোগে প্রত্যেক শিশুকে হিজাব ঈদ উপহার দেয়া হয়। 

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আমতলা সরকারি শিশু পরিবারে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। 

এ সময় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান ও সাফিনাজ বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার উত্তরের ১শ’ ও দক্ষিনের ১শ’ এবং দৃস্টি প্রতিবন্ধি বিদ্যালয়ের ২৫ জন মেয়ে শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ঈদ পোষাক এবং লেডিস ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে হিজাব উপহার দেয়া হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর