১৩ আগস্ট, ২০২০ ১৫:৩০

মুজিববর্ষ উপলক্ষে আইইবি খুলনা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মুজিববর্ষ উপলক্ষে আইইবি খুলনা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা ও খালিশপুরস্থ আইইবি চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে খালিশপুর ঈদগাহ ময়দানস্থ লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান ও ওজোপাডিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার এমডি প্রকৌশলী মো. আব্দুল্লাহ, প্রফেসর ড. সোবহান মিয়া, কামাল উদ্দিন আহমেদ, ড. মো. মনিরুজ্জামান, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, মাহমুদুল হাসান, আনিছুর রহমান ভূঁইয়া, শেখ মারুফুল হক, নিবিড় মন্ডল, আবু জাফর সিদ্দিক, নজরুল ইসলাম ও রোমেল রায়হান।

আইইবি খুলনার চেয়ারম্যান মো. শফিক উদ্দিন মুজিববর্ষের সকল কর্মসূচিতে প্রকৌশলীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর