নদীর প্রবল জোয়ারের পানির চাপে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বসতবাড়ি, ক্ষেতের ফসল, অসংখ্য মৎস্য ঘের তলিয়ে গেছে।
কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম জানান, আম্পানের পর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু গত দেড় মাসে সেখানে পানি উন্নয়ন বোর্ড কোন ধরনের সংস্কার কাজ করেনি। ফলে জোয়ারের পানির চাপে বৃহস্পতিবার দুপুরে ২নং কয়রা, হারিণখোলা ও ঘাটাখালি এলাকায় ৫টি পয়েন্টে বাঁধে ভেঙে গেছে। এতে কয়রার উত্তর বেতকাশি, ২নং কয়রা, ৩নং কয়রা, মদিনাবাদ, ঘাটাখালি, হরিণখোলা ও গোবরা এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বাঁধে কোথাও ১২ ফুট, কোথাও ২০ ফুটের মতো জায়গা ভাঙছে। এর মধ্যে সোলাদানা বয়ারঝাপা বেড়িবাঁধ ভেঙে প্রায় ৫০০ বিঘা এলাকায় মাছের ঘের তলিয়ে গেছে।
তিনি বলেন, নতুন করে বেতবুনিয়া গুচ্ছগ্রাম পয়েন্টে গড়ুইখালি বাজার এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন