আগামীকাল ১০ মহররম (৩০ আগস্ট) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে করোনার বিস্তার ঠেকাতে সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া মতাদর্শীরা।
বিধি-নিষিধের বেড়াজালে এবার মূল আয়োজনে কিছুটা ভাটা পড়লেও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ শোক পালনে আশাবাদী আঞ্জুমানে হায়দারী প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন।
করোনা পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে তাজিয়া মিছিল। তাই ১০ মহররমের আগের ধর্মীয় আচার-অনুষ্ঠানও চলছে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ার ভেতরেই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও ইমামবাড়া কেন্দ্রীক বজায় থাকছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও।
বুধবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা মহামারিতে ডিএমপি এলাকার নাগরিকরদের নিরাপত্তা নিশ্চিত করতে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।
এসব অনুষ্ঠানে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিডি প্রতিদিন/এমআই