ঢামেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন স্বজনদের দেখলেই দগ্ধদের অনেকেই বলে উঠছেন 'ভাই রে, আমাকে চিনছো না?' এ বলেই হাউমাউ করে কাঁদছে'। আর তাদের কান্না দেখে আহাজারি করছেন স্বজনরাও।
নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধদের চেহারা দেখে কাউকে চেনা যাচ্ছে না। পুরো শরীরের চামড়ার উপরিভাগের প্রায় ৭৫ ভাগই পুড়ে গেছে। বের হয়ে গেছে লাল মাংস। স্বাভাবিক যে চেহারাটি আগে ছিল পুড়ে যাওয়ার পর পুরোই পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অন্তত ৪০জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের।
বিডি প্রতিদিন/আরাফাত