গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভ‚রুলিয়া এলাকায় পৈতৃক সম্পত্তিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার সময় এলাকার কতিপয় ব্যক্তি কর্তৃক বাধা প্রদান, চাঁদা দাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার সকালে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে রেহানা পারভীন লিখিত বক্তব্যে জানান, গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের ভুরুলিয়া এলাকায় গত ২৮ আগস্ট তার স্বামীর সম্পত্তিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় এলাকার সাইফুল ইসলাম সঙ্গীয় ১০/১৫ জন লোকসহ চাঁদা দাবি করে নির্মাণ কাজে বাধা দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের নানা রকম হুমকি দেয়া হয়।
এ সময় তারা বাউন্ডারি ওয়ালের কিছু অংশ ভেঙ্গে ফেলে। ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে রেহানা পারভীনের স্বামী হোসেন শহীদ সরকার সেলিম উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় রেহানা পারভীন বাদী হয়ে একটি এজাহার করেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে এজাহার প্রাপ্তির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাটি তিনি তদন্ত করছেন বলে জানান। জমিটি বিরোধপূর্ণ বলে উভয় পক্ষের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। চাঁদাবাজি বা হুমকির বিষয়টি তিনি জানেন না বলে জানান।
বিডি প্রতিদিন/আল আমীন