রাজধানীর চকবাজারস্থ সোয়ারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানের ১০ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু রবিবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর চকবাজারস্থ সোয়ারী ঘাটের ৩০ দেবীদাস ঘাট লেন পুলিশ বক্সের ঢাল থেকে যৌথভাবে এ অভিযান শুরু করে র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানে ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। অভিযানকালে এ পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানে এসব অবৈধ পলিথিন তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট পলাশ।
বিডি-প্রতিদিন/শফিক