রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।
তারা হলেন যাত্রাবাড়ীর নির্মাণ শ্রমিক নয়ন হাওলাদার (৪৫), ডেমরার সাকিবুর রহমান (৩৫), হাজারীবাগের মোহাম্মদ বিশাল (১৮) ও মহাখালীর গৃহবধূ ফরিদা বেগম (৪৫)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সবগুলো মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন