বরিশাল সিটি করপোরেশনের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে প্যাডেল চালিত রিক্সার মহাজনী লাইসেন্স নবায়ন এবং নতুন রিক্সার (প্যাডেল) মহাজনী লাইসেন্স ইস্যু কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এই কার্যক্রম ৩ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হওয়ার কথা থাকলেও সার্বিক বিবেচনায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
বর্ধিত সময়ের মধ্যে নবায়ন ও এবং নতুন মহাজনী লাইসেন্স ইস্যু কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে সার্বিক সহযোগীতা করার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে নবায়ন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী (এপিএস) মোস্তফা জামান।
বিডি প্রতিদিন/হিমেল