ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সাংবাদিক এস এম মিন্টু হোসেনের মা রবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শনিবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুস জনিত রোগে ভুগছিলেন।
তিনি ছয় ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত রবিবার সকাল ৯টায় গাজীপুরের টঙ্গী বাজার জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ জোহর মুন্সীগঞ্জের লৌহজং থানার মালনী গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় বালিয়ারপাড় কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। এর আগে, মাত্র ৪৯ দিন পূর্বে এস এম মিন্টু হোসেনের বাবা ওসমান শেখ ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
সাংবাদিক এস এম মিন্টু হোসেনের মা রবেদা খাতুনের মৃত্যুতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত