বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মোল্লাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
মহানগর আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রবিবার তাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
মহানগর আওয়ামী লীগের প্যাডে সাবেক দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির সাক্ষরিত এক চিঠিতে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মোল্লাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত রবিবার রাতে ই-মেইলে মো. হুমায়ুন কবির প্রেরিত কারণ দর্শনো নোটিশে এই তথ্য জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন