দেশীয়, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, থাই ও চাইনিজ খাবারের সমাহার নিয়ে এলো শাইনপুকুর সুইটসের দি সিনামন ট্রি রেস্টুরেন্ট।
রাজধানীর গুলশান-১ এ শুটিং ক্লাবের পাশে অবস্থিত এ রেস্তোরাঁয় ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার ছাড়াও রয়েছে ব্যুফের আয়োজন। ১টি ব্যুফের সঙ্গে ২টি ফ্রি।
এছাড়াও হোটেল শাইনপুকুর সুইটস এ বিয়ে জন্মদিন, বিবাহবার্ষিকী ও হানিমুন কাপলদের জন্য রয়েছে দারুণ সব অফার। এক্সিকিউটিভ স্যুইট, লেক ভিউ বারান্দা, কিং সাইজ বেড, ক্যান্ডেল লাইট ডিনার (রুম) ফুলেল সাজসজ্জা, কেক, চকলেট বার ও অন্যান্য সুবিধাসহ নতুন কাপলদের জন্য চলছে হানিমুন অফার মাত্র ৯,৪৯৯ টাকায়।
জন্মদিন এবং বিবাহ বার্ষিকীতেও থাকছে ছাড় মাত্র ৮,৪৯৯ টাকা ও ৯,৪৯৯ টাকা। অফারে আরও আছে ওয়েলকাম ড্রিংক্স, লেট চেক আউটসহ গিফট হ্যাম্পার।
বিয়ে, জন্মদিন কর্পোরেট ডিলিংসসহ যে কোন অনুষ্ঠান আয়োজনে ফ্রি বুকিং দেওয়া যাবে হোটেলের কনফারেন্স হল।
বিডি প্রতিদিন/আজহার/আরাফাত