শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন ৯ জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত ৯ জন রোগী এখানে ভর্তি রয়েছেন। এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। সঙ্গে শ্বাসনালিও দগ্ধ রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে।
বিডি প্রতিদিন/এমআই