রাজধানীর মিরপুরে অস্ত্র ও ১ হাজার পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪। আটকরা হলেন— জুয়েল রানা (৩১), মো. আ. মান্নান (৩০), মেহেদী হাসান (২৮) ও সোহেল রানা (২৮)। আজ গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, আটকদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার