ফান্সের পত্রিকা শার্লি এবদোয় নিষিদ্ধকরণ এবং সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে কুরআন পোড়ানোর সাথে জড়িতদের শাস্তিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় অভিমুখে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
ফ্রান্স ও সুইডেনকে নিঃশর্ত ক্ষমা চাইতে জাতিসংঘের পক্ষ থেকে চাপ সৃষ্টির দাবিও জানানো হয়।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর যুবসেনা ও ছাত্রসেনা ঢাকা মহানগর এই কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স.উ.ম.আব্দুস সামাদ।
বিক্ষোভ শেষে একটি মিছিল নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এগিয়ে গেলে পুলিশের বাধা ও অনুরোধের পরিপ্রেক্ষিতে একটি প্রতিনিধি দল আবাসিক প্রতিনিধিকে স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের অর্থ সম্পাদক অ্যডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং নগর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সৈয়দ মুজাফফর আহমাদ, অ্যাডভোকেট ইসলাম উদ্দীন, মাওলানা মুহিউদ্দীন হামিদী, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্বাস উদ্দীন, আবু নাছের মুহাম্মদ মুসা, ছাত্রনেতা ইমরান হুসাইন তুষার, কাউসার আহমদ রুবেল, মুহাম্মদ মাসউদ হোসাইন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, কাজী জসিম উদ্দিন নুরী, কাজী তৈয়্যব আলী, মাইনুল ইসলাম, মুফতি মোবারক হোসাইন, শেখ বোরহান উদ্দিন, হাফেজ ওমর ফারুক, হাফেজ জাহিদুর রহমান, খাজা সাইফুল হক আখন্দ, রফিকুল ইসলাম, আহমাদ রেজা সবুজ, সৈয়দ মুহাম্মদ আলী বসনি, আরিফুল ইসলাম, ইয়াহইয়া বিন সিদ্দিক, হাফেজ রফিকুল ইসলাম, মোহাম্মদ কবির, মোহাম্মদ উল্লাহ্, হোসাইন রেজা, আল-মিরাজ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান রিয়াদ, দিদার হোসেন, ওমর ফারুক, হাফেজ রাকিব প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত