নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ধার্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি। আজ বৃহস্পতিবার তদন্তের প্রতিবেদন দেয়ার দিন ধার্য থাকলেও আরও ৭ দিনের সময় চেয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ তথ্য জানান নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।
এর আগে ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লা থানাধীন বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জন মারা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বাকি ৭ জনের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন