রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এসময় জঙ্গি সদস্যদের হেফাজত থেকে ৫টি উগ্রবাদী বই, ৯টি পুস্তিকা, ৪টি লিফলেট, ১টি মোটরসাইকেল, ২টি এটিএম কার্ড, ৩টি ব্যাগ, ১টি পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ২৩৫ টাকা জব্দ করা হয়।
আটক জঙ্গি সদস্যরা হলেন— মিরপুরের অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), পল্লবীর আল আমিন ওরফে তারিক (৩২), গাজীপুরের শিহাব উদ্দিন (২১) এবং জামালপুরের মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।
র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ এর প্লট নম্বর-১, দক্ষিণ বিশিল মেইন রোডে হোটেল রয়াল (আবাসিক) এর সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ারকে আটক করা হয়।
এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মিরপুর-১ এর হজরত শাহ আলী (রা.) জেনারেল হাসপাতাল গলির একটি চায়ের দোকান থেকে সংগঠনের আরও ৩ সদস্যকে আটক করা হয়েছে।
তারা সংগঠনের গোপন মিটিংয়ে অংশ নিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল এলাকায় জমায়েত হয়েছিলেন। তাদের সঙ্গে জিহাদি বই ও উস্কানিমূলক লিফলেট ছিল বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন