প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্রদের ২৫০০ টাকার প্রণোদনার নামে ভুয়া ওয়েবসাইট খুলে ১৪ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ অভিযোগে র্যাব-৬ এর সদস্যরা যশোর শার্শা থেকে তিন যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকালে খুলনা র্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, শাহরিয়ার আজম আকাশ, মুশফিকুর রহমান ও আহসান কবীর।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানায়, প্রতারক চক্রটি অনলাইন ভিত্তিক পেজে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫০০ টাকা পেতে একটি তথ্য ফরম প্রকাশ করে। ওই ফরমে গ্রাহকের মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট ও পিনকোড দিতে বলা হয়। এরপর গ্রাহক তাদের অ্যাকাউন্ট ও পিনকোড দিয়ে ওই ফরমটি পূরণ করলে প্রতারক চক্রটি ওই অ্যাকউন্টের সব তথ্য পেয়ে যেত। এরপর তারা কৌশলে মোবাইল ব্যাংকিং এর অর্থ হাতিয়ে নিত। গত ২/৩ মাসে চক্রটি এভাবে গ্রাহকের প্রায় ১৪ লাখ টাকা আত্মসাত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন